HRMO সিলেট বিভাগীয় কমিটির  উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস ২০১৯ পালিত

অনলাইন ডেস্ক



“HRMO”এর – সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস ২০১৯ উপলক্ষ্যে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে র‌্যালী শুরু হয়ে চৌহাট্রা পয়েন্টে শেষ হয়। পরে একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিটির সভাপতি মো: আরিফুর রহমান। 
সাধারন সম্পাদক ফয়সাল আমীনের পরিচালনায় উক্ত আালোচনা সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিটির সভাপতি মো: আরিফুর রহমান বলেন,  অধিকার আদায় করবো, সত্যের জন্য লড়বো। তিনি উপস্থিত মানবাধিকার নেতৃবৃন্দ ও কর্মীদের উদ্দেশে বলেন, যার যার অবস্থান থেকে মানবাধিকার রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এইচআরএমও সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্দশ্যে বলেন, মানবাধিকার রক্ষায় সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। তবেই সুরক্ষিত হবে মানবাধিকার।  
 র‌্যালিতে  বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- প্রচার সম্পাদক শেখ আব্দুল মজিদ, সহ প্রচার সম্পাদক  মোঃ আল ইমরান, অফিস সম্পাদক মোঃ এমদাদুর রহমান,  নির্বাহী সদস্য  ফরহাদ আহমদ মাসুম, জেলা কমিটির সহ-সভাপতি ফরহাদ মোঃ রুবেন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, সহ সাধারন প্রীতি কুসুম মিত্র, অফিস সম্পাদক রহিম মাহমুদ, নির্বাহী সদস্য লায়েজ আহমদ, আরিফ হোসেন, কামরুল ইসলাম,  বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরীর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তৌহিদ রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *