তথ্য প্রযুক্তি ব্যাবহারে ইংরেজি চর্চার বিকল্প নেই—শোয়েব

Top News

সিলেট :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, বিশ্বায়নের অন্যতম মূল শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি আর তথ্য প্রযুক্তি ব্যাবহারে ইংরেজী চর্চার বিকল্প নেই ।  বিশ্বায়নের এ যুগের সুফল পেতে হলে প্রযুক্তির দক্ষতা অর্জনের পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম ।   

তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার সার্টিফিকের সাথে ইংরেজিতে দক্ষতা অর্জন করলে তার চাহিদ সর্বত্র উল্লেখ করে বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকবেলায় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগী গড়ে তোলতে ইংরেজি ভাষার গুরুত্ব অপরিসীম।

তিনি বুধবার দুপুরে সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর সংলগ্ন স্টারলাইট কলেজের ছাত্রী ক্যাম্পাসে জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর ইন্টারন্যাশনাল লিডারশীপ প্রোগ্রাম অন এডুকেশন-২০১৯ এর বিভাগীয় ২য় রাউন্ড পরীক্ষা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর ও মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজুর সভাপতিত্বে ও স্টারলাইট কলেজের প্রিন্সিপাল মোঃ আনোয়ার আলীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, খাদিমপুর নছিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার পাল, সাউথ ইস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহম্মদ আলী, চন্দ্রনাথ গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক কবিরুল ইসলাম, সানসাইন প্রি-ক্যাডেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক সারমিন আক্তার প্রমুখ।

উল্লেখ্য, এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ২৭৬ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। এদের মধ্যে ৮৬ জন সিলেক্ট হয় ২য় রাউন্ডের জন্য। এই ৮৬ জন থেকে ১০ জন প্রতিযোগী নির্বাচিত হয়ে পরবর্তী ঢাকা রাউন্ডে অংশ গ্রহণ করবে এবং ঢাকা রাউন্ড থেকে বিজয়ী ৮ জন শিক্ষার্থী আগামী আগস্ট মাসে ভিয়েতনামে অনুষ্ঠিত কনফারেন্সে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। 

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *