সময় সিলেটঃ কেমন আছেন? রুহুলঃ ভালো আছি
সময় সিলেটঃ গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউ ,কে এর সাঃসম্পাদক নির্বাচিত হওয়া আপনার অনুভূতি কেমন?
রুহুলঃ অনুভুতি নিশ্চই ভালো। আমি এর প্রতিস্টলগ্ন থেকে জড়িত আছি এবং আমি এর আগে একবার সাঃসম্পাদক ছিলাম। এরকম একটা ভালো সংগঠনের সাথে জড়িত থাকা আমি মনে করি একটা ভাগ্যের ব্যাপার।
সময় সিলেটঃ গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউ ,কে কি কি ধরনের উন্নয়নমূলক কজ করে থাকে বা করে যাচ্ছে?
রুহুলঃ এটি একটি শিক্ষামূলক সংগঠন এবং এর ই আলোকে আমরা প্রাথমিক স্কুল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় আর্থিক অনুদান দিয়ে থাকি।
সময় সিলেটঃ আপনার সংগঠনের পক্ষ থেকে মধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রিদের সহযোগিতা করে থাকেন এর পাশা পাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রিদের সহযোগিতা করার কোন পরিকল্পনা আছে কি না?
রুহুলঃ এখন ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যাই নি তবে ভবিষ্যতে যাওয়ার পরিকল্পনা আছে এবং এ নিয়ে পরবর্তি নির্বাহি সভায় আলোচনা করব।
সময় সিলেটঃ কোন বৃত্তিমূলক পরিক্ষা চালু করার পরিকল্পনা আছে কি না?
রুহুলঃ বাস্তবে আমাদের প্রথমে বৃত্তি পরিক্ষা চালু করার ইচ্ছা ছিলো কিন্তুু একটা সমস্যা পরিলক্ষত হল যে পরিক্ষাতে ভালো বিদ্যালয়গুলোর ছাত্ররা ভালো রেজাল্ট এর মাধ্যমে বৃত্তি পেয়ে যাবে সেখেত্রের অপেক্ষাকৃত দুর্বল বিদ্যালয়ের ছাত্ররা বঞ্চিত হবে তাই আমরা সমহারে বণ্টন এর নিমিত্তে শিক্ষক সমিতির মাধ্যমে প্রায় প্রত্যেকটি বিদ্যালয়ে মেধা তালিকার ভিত্তিতে অর্থিক সহায়তা করে থাকি।
সময় সিলেটঃ আপনি শিক্ষক সমিতির কথা বললেন,শুধু কি শিক্ষক সমিতি এই আর্থিক অনুদান বিতরনে যতেস্ট? এই বৃত্তি সঠিকভাবে বিতরন এর জন্য শিক্ষক সমিতির সাথে সামাজিক ব্যাক্তিত্ব অথবা সমাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করার কোন পরিকল্পনা আছে কি না?
রুহুলঃঅবশ্যই সমাজ সচেতন ব্যাক্তিবর্গ যদি এগিয়ে আসেন তাহলে তাদেরকে আমরা স্বাগত জানাব আর শিক্ষক সমিতিকে একটা মাধ্যম হিসাবে রাখছি কেননা তারা শিক্ষার সাথে জড়িত।
সময় সিলেটঃ শিক্ষক সমিতি কে যেমন করে আপনাদের পক্ষ থেকে যুক্ত করা হয়েছে তেমনি সামাজিক ব্যাক্তিবর্গকে বা সংগঠনগুলোকে আপনাদের পক্ষ থেকে যুক্ত করার কোন পরিকল্পনা আছে কি না?
রুহুলঃ আমি সাঃ সম্পাদক হিসাবে এই কথা এখন বলতে পারবনা পরবর্তী নির্বাহি সভাতে আমি বিষয়টি উপস্হাপন করব তবে আমি ব্যাক্তিগতভাবে মনে করি শিক্ষা উন্নয়নের সাথে যারা জড়িত তাদের কে সম্পৃক্ত করা যেতে পারে।
সময় সিলেটঃ মাদ্রাসা গুলোর উন্নয়নে কোন পরিকল্পনা আছে কি না?
রুহলঃঅবশ্যই আছে, বিগত সময়ে মাদ্রাসায় ভবন তৈরা করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে ছাত্রছাত্রিদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে।
সময় সিলেটঃ এখন একটি ব্যাক্তিগত প্রশ্ন- ভবিষ্যতে দেশে এসে রাজনীতিতে যুক্ত হওয়ার চিন্তা আছে কি না?
রুহুলঃ এরকম কোন ইচ্ছা নাই তবে সামাজিক সংগঠনের মাধ্যমে যদি মানুষের আর্থ সামাজিক কল্যানে কাজে আসতে পারি তবে এটাই হবে আমার বড় পাওয়া।
সময় সিলেটঃ কেমন গোলাপগঞ্জ দেখতে চান?
রুহুলঃ একটি উন্নত সমৃদ্ধিশালী জনপদ হিসাবে দেখতে চাই।
সময় সিলেটঃ ভবিষ্যৎ কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
রুহুলঃ ক্ষুধা দারিদ্রতামুক্ত উন্নত ,সমৃদ্ধশালী বাংলাদেশ এর স্বপ্ন দেখি যেখানে সকল মত ও পথের মানুষের সহাবস্হান নিশ্চিত থাকবে।