সিলেট :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, শারদীয় উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে আপামর জনসাধারণের মহামিলনের অন্যতম উপলক্ষ। মহামিলনের স্রোতধারায় সকল ভেদাভেদ ভুলে মনুষত্বের শক্তিকে জাগ্রত করে একাত্ম হতে হবে। সবাই মিলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনে মানবকল্যাণে নিয়োজিত হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত হবে। তিনি বৃহস্পতিবার মহানবমী’র রাতে ঢাকাদক্ষিণ সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের অয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্ত্যবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির একটি অন্যতম তির্থ স্হান, আর এই সম্প্রিতি বজায় রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।এসময় আরো বক্তব্য রাখেন আল এমদাদ ডিগ্রি কলজের পরিচালনা পরিষদের সভাপতি মনজুর আহমদ,যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা হাসনাত কাদির জেলা ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক হোসেন আহমদ , এসময় আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হিন্দূ বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের পরিষদের সভাপতি কাজল কান্তি দাস,আওয়ামিলীগ নেতা রেদওয়ান উদ্দিন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশু ভুষন দে, সাঃ সম্পাদক→ বিদ্যুৎ ভুষন দে, পুজা উদযাপন পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য দুলাল সেন,মিটুন দে,পাপ্পু দেব ,বাবলু ভূষণ দেব , প্রতাপ কুমার চন্দ,সাগর দেব, মিটু কান্তি দেব হিল্লোল সর্মা প্রমুখ।