গোলাপগঞ্জের হেলাল হত্যা মামলার ৫ আসামীকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার

সিলেট

গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলার ৫ আসামীকে ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দিবাগত রাতে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিয়াগা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল কালাম (৩৭), আব্দুছ ছালামের ছেলে সাজ্জাদ হোসেন (২২), রাশেদ আহমদ রাব্বি (২০), আব্দুর গফুরের ছেলে আব্দুছ ছালাম (৫২), আব্দুছ ছালামের ছেলে শাকিল আহমদ সাকেল (২৪), আব্দুল হামিদ ওরফে কুটু মিয়ার ছেলে জামিল আহমদ (২০)।
তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা ( ১১/৮/০৪/২০২২) রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী বলেন, সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিয়াগা গ্রামের হেলাল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৪ এপ্রিল হেলাল মিয়ার ভাইয়ের খড়ের গাদায় আগুন দেন অভিযুক্তরা।
পরে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হেলাল মিয়ার উপর হামলা চালায় তারা। একপর্যায়ে হেলাল মিয়ার মাথায় কোপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে মারাত্মক জখমপ্রাপ্ত হন তিনি।
তাৎক্ষণিক পরিবার ও স্থানীয়দের সহযোগীতায় সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
হেলাল মিয়ার মৃত্যুর পর তার স্ত্রী রায়না বেগম (৪২) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *