গোলাপগঞ্জে নৌকার ব্যানার পোস্টার ছিঁড়লেন জামায়াতের কর্মী-সমর্থকরা

সিলেট

গোলাপগঞ্জে নৌকার ব্যানার পোস্টার ছিঁড়লেন জামায়াতের কর্মী-সমর্থকরা

সিলেটের গোলাপগঞ্জের সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়ার নৌকা প্রতীকের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে ৯ নম্বর ওয়ার্ডের খলাগ্রাম এলাকায় জামায়াত ঘরানার স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের কর্মী-সমর্থকরা এ কাণ্ড করেন বলে সরেজমিন জানা গেছে। ব্যানার-পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, সদর ইউনিয়নে জামায়াত ঘরানার স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম ৯ নং ওয়ার্ডের খলাগ্রামের বাসিন্দা। জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে প্রায় ২’শ গজ দূরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়ার ব্যানার-পোস্টার টানানো ছিল। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে জামায়াত ঘরানার স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থক কালা, সাবু,জামাল,আলী আকবর সহ কয়েকজন এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্মলিত নৌকা প্রতীকের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলেন। পরে বিষয়টি আওয়ামী লীগের প্রার্থী, কর্মী ও সমর্থকদের নজরে আসলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান সিলেটভিউকে বলেন, জামায়াত ঘরানার স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের কর্মী ও সমর্থকরা নৌকা প্রতীকের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি গোলাপগঞ্জ থানার ওসিকে জানানোর পর তিনি রির্টানিং অফিসারের কাছে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন।

পরিস্থিতি বিবেচনায় ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের স্থিতিশীল রাখতে প্রশাসনকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়াকে বলা হয়েছে এ বিষয়ে থানায় অভিযোগ দেয়ার জন্য। তারা থানায় এখনও কোন অভিযোগ দেননি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *