গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. আব্দুর রহমান (৮০) আর নেই।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান।
এক শোক বার্তায় তিনি বলেন, ডা.আব্দুর রহমান ছিলেন একজন সর্বজনগ্রহণযোগ্য আওয়ামী লীগ নেতা । একজন সৎ, নির্লোভ ও পরোপকারী রাজনীতিবিদ হিসেবে তিনি সর্বমহলে প্রশংসীত ছিলেন। তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতা এবং অভিভাবককে হারালো।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য আজ শনিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড়স্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজার নামাজ কাল রবিবার (৪ জুলাই) বেলা ২টায় ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।






