সিলেটে যেন মৃত্যুদূত রূপে আবির্ভূত হয়েছে কোভিড-১৯। মাত্র সাত দিনে সিলেট বিভাগে ২২ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদন পর্যালোচনা করে জানা গেছে, গত জুন মাসে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ৭৯ জন। এর আগের মাসে মারা গেছেন ৫৯ জন। গত মাসে আশঙ্কাজনক হারে বেড়েছে মৃত্যু।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৯৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১১২ জন, সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ১২ জন ও মৌলভীবাজারের ২৯ জন। এছাড়াও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ১৯৯ জন নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৯৮১ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৯৪ জন। বাকি তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ৩ হাজার ৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৫৬ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ২৫ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেট জেলায় ২৯ জন ও মৌলভীবাজারে ১১ জন।
সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৬৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪১ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১৮ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ৭জনকে নিয়ে বিভাগে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৪৭৮ জন। এর মধ্যে সিলেটে ৩৯১, সুনামগঞ্জে ৩৩, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ৩৫ জন।