গোলাপগঞ্জ প্রতিনিধি:: নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) এর উপজেলা পর্যায়ের সকল কার্যক্রম পরিদর্শনে গোলাপগঞ্জে এসেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. সেব্রিনা ফ্লোরা৷
রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার পৌর এলাকার ঘোগারকুল ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের মুকিতলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কমিউনিটি ক্লিনিক গুলো থেকে হার্টের, পেশারের ঔষধ দেওয়ার ব্যবস্থা করতে চায় (এনসিডিসি)। হার্টের, ব্লাড প্রেশারের ঔষধ কমিউনিটি ক্লিনিকে দেওয়ার নীতি এখনও নির্ধারিত হয় নি। এ বিষয়ে আরও অনেক নীতি নির্ধারণী সভা শেষে ঔষধ দেওয়া যাবে কী না তারপর সিদ্ধান্ত হবে।
এসময় উপস্থিত ছিলেন- নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল এর লাইন ডাইরেক্টর ডা. মো. হাবিবুর রহমান, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া, সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরীসহ স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ডা. সেব্রিনা ফ্লোরা দুই দিনের সরকারি সফরে শনিবার সিলেট পৌঁছেন। আজ রোববার সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্য সিলেট ত্যাগ করেন।