গোলাপগঞ্জ আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর শোক
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জবাবারের ইন্তেকালে শোক প্রকাশ কলেছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম আব্দুল জব্বার একজন নিঃস্বার্থ, র্নিলোভ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন।তিনি স্বাধীনতা সংগ্রামের এক অকুতোভয় সৈনিক ছিলেন। আজীবন তিনি দল ও জনগণের জন্য কাজ করে গেছেন। একাধারে দুই যুগের ও অধিক সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন। দলের দুঃসময়ের একনিষ্ঠ নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তাঁর আত্নত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুকরনীয় হয়ে থাকবে। শোক বাণীতে এড. ইকবাল চৌধুরী আরো বলেন আব্দুল জব্বার এর মৃত্যুতে দেশ হারালো একজন বীর মুক্তিযোদ্ধা কে আর উপজেলা আওয়ামীলীগ একজন অভিভাবক, রাজনৈতিক শিক্ষককে হারালো। এই শূণ্যতা কখনো পূরণ হবার নয়। তিনি মরহুম আব্দুল জব্বারের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।






