গোলাপগঞ্জে রকিব উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের অনুদান প্রদান

সিলেট

গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে মরহুম রকিব উদ্দিনের (রকিয়া মিয়া) ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট্রের সভাপতি এনামুল হক রুহেল।

লেখক কলামিস্ট ও ট্রাস্টের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ এর পরিচালনায় ও হাফিজ লুৎফুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুতলিব মছন মিয়া, বিশিষ্ট সমাজসেবক শিকানুরাগী আব্দুন নূর মছলাই মিয়া, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল খান, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য শাহাব উদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক‍্য পরিষদের সভাপতি শিক্ষক কাজল কান্তি দাস।

বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, মরহুম রকিব উদ্দিন রকিয়া মিয়া ছিলেন মানবেতার সেবক। তিনি প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় গরীব অসহায় মানুষদের সহায়তা করতেন। স্থানীয় প্রতিটি স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসার উন্নয়নে তিনি অবদান রেখে গেছেন। তিনি মানবতার শক্তিশালী উদাহরণ হয়ে থাকবেন। সমাজে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তার উদাহরণ অনুসরণ করা উচিত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আব্দুস শহীদ খান জিলা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাম মোস্তফা খান সমাজসেবক শেখ কামরুজ্জামান কামরুল, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার আজিজুল হক খালেদ, সাবেক ইউপি সদস্য ও রাজনীতিবিদ জাকারিয়া হোসেন উজ্জল, ইউপি সদস্য রেজাউল করিম রাজু, হোসাইন আহমদ, শিক্ষানুরাগী বাবুল আহমদ, ঢাকাদক্ষিণ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আজাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ,সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন,রকিব উদ্দিন (রকিয়া মিয়া) মেমোরিয়াল ট্রাস্টের কোষাধ্যক্ষ শ্যামল আহমদ, মেমোরিয়াল ট্রাস্টের সদস্য মুরাদ আহমদ সমাজসেবক মিনহাজ খান সোহাগ সাংবাদিক ফারহান মাসউদ আফছর, মেমোরিয়াল ট্রাস্টের সদস্য প্রমুখ।

মরহুমের স্মৃতিচারণ শেষে রকিব উদ্দিন (রকিয়া মিয়া) মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে ঢাকাদক্ষিণের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় কর্মরত চতুর্থ শ্রেণীর ৩০জন কর্মচারীর মধ‍্যে ঈদ উপহার হিসেবে দুই হাজার টাকা করে সর্বমোট ৬০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড ইকবাল আহমদ চৌধুরী মোবাইল ফোনের মাধ্যমে স্মৃতিচারণে অংশ গ্রহন করেন।

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদরাসার মুহতামি _ মুফতি মাওলানা ময়নুল ইসলাম খান।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *