এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে
আমার জন্মভূমি।
সুজলা,সুফলা,শস্য শ্যামলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।বিশ্বের যে দেশেই থাকিনা কেন,প্রিয় জন্মভূমি আমার কাছে সকল দেশের সেরা।দেশের উন্নতি দেখলে ভালো লাগে।অবনতি দেখলে মন কাঁদে।
বন্যা,খরা,ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দূর্যোগে প্রতিবছর আমাদের দেশের অনেক ক্ষতি হয়।বর্তমানে করোনা পরিস্হতিতে সারা বিশ্ব সংকটাপন্ন।বাংলাদেশের অবস্হা দিনদিন আরো ক্ষতির দিকে যাচ্ছে।
করোনা মোকাবেলায় যেখানে প্রতিটি দেশের রাষ্ট্র নায়ক সহ সাধারন জনগন সম্মিলিত ভাবে সর্বান্তক চেষ্টা চালিয়ে যাচ্ছে।সেখানে আমাদের দেশের কতিপয় প্রতারক শ্রেণী নিজেদের সার্থ হাসিলের নেশায় মত্ত।
ভুয়া রির্পোট,ভুয়া সনদ প্রদান করে একদিকে যেমন তারা জনসাধারণের মারাত্মক ক্ষতি করছে,অন্যদিকে বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে।এদের মধ্যে শাহেদ,ডা: সাবরিনা,আরিফ চৌধুরী আজ সংবাদ শিরোনাম হয়ে আছেন।
ভাবতে অবাক লাগে দেশের ক্রান্তি লগ্নে যেখানে হাতে,হাত রেখে কাজ করার কথা,সেখানে এই ধরনের স্বার্থপরতা সত্যিই দুঃখজনক।ডা.সাবরিনা যেখানে দেশের ক্রান্তিলগ্নে দেশের তরে জীবন বাজি রাখবে সেখানে দেশের অসীম ক্ষতি করছে যা ভাবতে ও অবাক লাগে।
প্রতিটি মা বাবা অতি যত্নে সন্তানদের গড়ে তুলেন।তাদের আকাঙ্খা থাকে সন্তান আদর্শ মানুষ হবে।একজন ডাক্তার,ইন্জিনিয়ার বানাতে কত টাকা খরচ হয়।মানবতার সেবক এই ডাক্তারদের কাছে জাতি অনেক আশা করে,উন্নত সেবা পাবে।কিন্ত কোন না কোন ভুলের কারণে,মেধাবী মানুষগুলো বিপথে চলে যায়। আসলে এর মূলে যেতে হবে কেন এমন মেধাবী মানুষেরা নষ্ট হচ্ছে?অভিবাবক থেকে শিক্ষক আর এই সমাজ কেউ ই এর দ্বায়ভার এড়াতে পারবে না।
আমি চাই সুষ্ট তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হউক। যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের জঘণ্য কাজ করতে সাহস না পায়।পাশাপাশি মানুষের নষ্টের মূলের কারণকে খুজে বের করে মুলোৎপাঠন করতে হবে।
সাহারা খান
কবি ও সাহিত্যিক, যুক্তরাজ্য।