ইসমাইল হোসেন সিরাজীঃ গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে মরহুম আবদুল মতিন চাঁন মিয়া চেয়ারম্যান এর পারিবারিক যৌথ উদ্যোগে বানিজ্যিক ভাবে জলঢুপি আনারসের চাষ শুরু করা হয় ২০১৯ সাল থেকে।বাগানের মোট জমির পরিমাণ হলো ১৮শত শতক, এতে জলঢুপী আনারসের চারা রোপণ করা হয় , ১ লক্ষ ৮০ হাজার। । জলঢুপী আনারসের বৈশিষ্ট্য, ইহা দেখতে খুব সুন্দর ও স্বাদে ও গন্ধে অতুলনীয়। আব্লদ
আব্দুল মতিন চাঁন মিয়া চেয়ারম্যান এর পরিবারের আনারস চাষ করার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল ক্যামিকেল ও ফরমালিন মুক্ত আনারস উৎপাদন করে এলাকার আনারসের চাহিদা পূরণ করা। এই লক্ষ ও উদ্দেশ্য নিয়ে ২০১৯ সালের প্রথম দিকে বাগান কর্তৃপক্ষ জলডুপি আনারস চাষ শুরু করেন। সরজমিন এলাকা ঘুরে জানা চায় প্রতিদিন অনেক মানুষ এই বাগান থেকে আনারস সংগ্রহ করছেন যা এলাকার আনারসের চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন স্হানে বিক্র হচ্ছে।বিশাল এলাকা জুড়ে গড়ে উঠা আনারস বাগান দেখতে অনেক মানুষ দূরদূরান্ত থেকে আসেন আবার অনেকেই এই বাগান দেখে উৎসাহিত হচ্ছেন নিজেরা বাগান করার জন্য। এদিকে বাগান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা যায় এলাকার মানুষের জন্য ফরমালীনমুক্ত আনারস সরবরাহের নিমিত্তে গড়ে উঠা এই জলঢুপী আনারস বাগান থেকে যে কেউ বাগানের পরিচালক সুমন আহমদ,কাউসার রাজা রতন ও ইউনুস মিয়ার সাথে যোগাযোগ করে আনারস সংগ্রহ করতে পারেন।