গোলাপগঞ্জে বীরমুক্তিযুদ্ধা কবির আহমদ মুশন আর নেই__

সিলেট

গোলাপগঞ্জে বীরমুক্তিযুদ্ধা কবির আহমদ মুশন আর নেই__

গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুশন (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)। বৃহস্পতিবার (৪জুন) বিকেল সাড়ে ৩টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে কিডনী রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভূগছিলেন। দুপুর আড়াইটার দিকে তার শরীর খারাপ হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্নীস্বজন ও গুনগ্রাহী রেখেগেছন। তাঁর বাড়ি উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নিমাদল সানকপুর গ্রামে। মরহুমের জানানার নামাজের সময় পরে জানানো হবে। করিব আহমদ মুশন লক্ষীপাশা ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান। জনপ্রিয় ও স্বনামধন্য চেয়ারম্যান হিসেবে তিনি সর্বত্র পরিচতি ছিলেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামীলীগের সদ্য সাবেক কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। বীর মুক্তিযোদ্ধা, বার বার নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ কবির আহমদ মুশন চেয়ারম্যানের মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুশন চেয়ারম্যানের ইন্তেকালে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। শোক জ্ঞাপন করেছেন, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার বদরুল ইসলাম শোয়েব,
বারাকা পাওয়ার প্লান্টের ব্যাবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফী চৌধুরী এলিম, , পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, উপজেলা আওয়ামীগ নেতা শাহাবউদ্দিন আহমদ, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, লক্ষীপাশা ইউপি আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মসলু, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগর সভাপতি আব্দুল মজিদ রুশন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাঘা ইউপি আওয়ামীলীগের সভাপতি সাইদ আহমদ সুহেদ, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান লুতি, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশাহীদ আলী,আমুড়া ইউপি আওয়ামীলীগের সভাপতি বদরুল হক, সাধারণ সম্পাদক কামরান আহমদ, আওয়ামীগ নেতা আব্দুল হানিফ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম ফয়সল, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ প্রমুখ। পৃথক পৃথক শোকবার্তা তারা বলেন, তাঁর মতো একজন নি:স্বার্থ, জনদরদী জনপ্রতিনিধি ও রাজনীতিবিদের মৃত্যুতে গোলাপগঞ্জবাসী একজন অভিভাবককে হারালো। যার অভাব কোন দিন পূরণ হবে না। মরহুমের রুহের মাগফেরাত কামান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রত গভীর সমবেদনা জানান।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *