রাতের আধারে খাদ‍্য পৌছে দেওয়া কয়েকজন তরুণ

সিলেট

গোলাপগঞ্জ প্রতিনিধি ::– করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গৃহবন্দি কর্মহীন সিলেটের গোলাপগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের পাঁচ উদ‍্যমি তরুণ।তারা হলেন মিটু কান্তি দেব, জনি মোহন চন্দ,হিল্লোল শর্মা, আহবাব হোসেন, পুলক চন্দ দীপক দেবনাথ ।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে গৃহবন্দি কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন তারা।খোজ নিয়ে জানা যায় লকডাউনের শুরু থেকেই কর্মহীনণ অসহায় মানুষের কথা চিন্তা করে প্রথমে মিটু কান্তি দেব এই উদ্যোগ নেন এবং পরবর্তীতে তার বন্ধুদের সম্পৃক্ত করে দেশে বিদেশে অবস্থানরত বন্ধু ও শুভাকাঙ্কীদের কাছে থেকে সহযোগিতা নিয়ে এই কার্যক্রম পরিচালনা করছেন।ইতিমধ‍্যে তারা দুইশত পরিবারের খাদ‍্য সামগ্রী পৌছে দিয়েছেন।বিশেষ করে মধ‍্যবিত্ত ও নিম্ন মধ‍্যবিত্ত পরিবার যারা খাদ‍্য সংকটে আছেন এই সকল পরিবারগুলোকে তারা রাতের আধারেই খাদ‍্য সামগ্রী পৌছে দিচ্ছেন তারা।

এই ব‍্যাপারে মিটু কান্তি দেব এর সাথে সময় প্রতিবেদক এর আলাপকালে তিনি বলেন এটা আমাদের নৈতিক দ্বায়িত্ব আমরা আমাদের সামাজিক দ্বায়বোধ থেকে এই কাজ করছি।ভবিষ‍্যতে আমরা আমাদের কার্যক্রম অব‍্যাহত রাখব।এছাড়া এই সহযোগিতামূলক কার্যক্রমটি পরিচালনার জন‍্য দেশের ও বিদেশের যারা সহযোগিতা করেছেন তাদের কাছে ক‍ৃতজ্ঞতা জানিয়ে সমাজের প্রত‍্যেককে এরকম মহৎ কাজে এগিয়ে আসার আহবান জানান।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *