রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ঝুঁকিমুক্ত নন। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (২৭ এপ্রিল) অধ্যাপক আনিসুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়। এ তথ্য জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
তিনি বলেন, তার আগে থেকেই নানা ধরনের জটিলতা রয়েছে। হাসপাতালের মেডিসিন বিভাগ, কার্ডিওলজি বিভাগ, সার্জারি বিভাগের প্রধানরা তাকে দেখেছেন। এখন তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও ঝুঁকিমুক্ত নন।
ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, তিনি বর্তমানে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।






