২৩০টি পরিবারের মধ‍্যে খাদ‍্য সামগ্রী বিতরণ করল হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ

অনলাইন ডেস্ক

গোলাপগঞ্জ প্রতিনিধি :: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গোলাপগঞ্জে ঘরে থাকা কর্মহীন ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে দ্বিতীয় ধাপের খাদ্যসামগ্রী বিতরণ করেছে গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ মিশিগান।

smart

মঙ্গলবার উপজেলার ঢাকাদক্ষিণ, লক্ষণাবন্দ, লক্ষীপাশা, বাদেশ্বর বুধবারিবাজার ও বাদেপাশা ইউনিয়নের ২৩০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। এসময় খাদ‍্য সামগ্রী তুলে দেন দেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব‍্যাবস্থাপনা পরিচালক সমাজসেবক ও শিক্ষানুরাগী মনজুর সাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ মিশিগানের প্রতিনিধি সাহাত মাহমুদ।

উল্লেখ্য, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ মিশিগানের অর্থায়নে গোলাপগঞ্জ উপজেলার মোট ৩৬০টি পরিবারকে খাদ‍্য সামগ্রী পৌছে দেওয়া কর্মসূচির অংশ হিসাবে দ্বিতীয় ধাপে ২৩০টি পরিবারের মধ‍্যে খাদ‍্য সামগ্রী পৌছে দেওেয়া হলো। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা  সমাজসেবক খায়রুল হক, এমদাদ রহমান, সমাজকর্মি মোহাম্মদ আব্দুল্লা সাংবাদিক ফারহান মাসউদ।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *