গোলাপগঞ্জের হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক শিক্ষানুরাগী মঞ্জুর শাফি চৌধুরী এলিম।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গোলাপগঞ্জে ঘরে থাকা কর্মহীন ও অসহায় মানুষদের মধ্যে অব্যাহতভাবে খাদ্য সামগ্রী বিতরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ষোল এপ্রিল উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দুইশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন তিনি।উল্লেখ্য দুইশত পরিবারের মধ্যে ফুলবাড়ি ইউনিয়নে মিশিগানের ব্যবসায়ী মোহাম্মাদ তাহের মিয়ার অর্থায়নে একশত পরিবারে এবং মঞ্জুর সাফি চৌধুরী এলিম এর অর্থায়নে একশত পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জাগরণ এর নির্বাহী সম্পাদক দুলাল আহমদ চৌধুরী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহেল আহমদ উপজেলা শ্রমিকলীগের কার্যকরী সভাপতি মুক্তার আলী, উপজেলা শ্রমিকলীগ নেতা আনসার আলী, ফুলবাড়ি ইউ,পি সদস্য গিয়াস উদ্দিন ফুলবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রেজা, সহ -সভাপতি ছয়ফুল হক কফ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, আওয়ামীলীগ নেতা ফখর উদ্দিন, তপন দে, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন ,যুবলীগ নেতা অরুন দে মোঃ আব্দুল্লাহ, প্রমুখ। যুবনেতা মোহাম্মদ আব্দুল্লা।