নগরবাসীর জন্য আসছে নগর এক্সপ্রেস

Top News

নগরবাসীর জন্য আসছে নগর এক্সপ্রেস

শহরবাসী ও এর শহরতলী এলাকার লোকজনকে সেবা দিতে শিগগিরই সড়কে নামবে ‘নগর এক্সপ্রেস’ । প্রাথম অবস্হায় মাঠু নামবে ২১টি বস। ভাড়া ও রোড চলাচলের প্রান্ত:সীমা নির্ধারণসহ এসএমপির ট্রাফিক বিভাগের সাথে মতবিনিময়সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন কেবল উদ্বোধনের অপেক্ষা। এর মধ্যে মহিলা চালক দ্বারা চালনা করা হতে পারে একমাত্র মহিলা বাসটি।

স্কুল শুরু ও ছুটির সময় রিক্সা, অটোরিক্সার পাশাপাশি ব্যক্তিগত গাড়ির চাপে বিভিন্ন সড়কে দীর্ঘক্ষণ যানজট লেগে থাকে। আবার পর্যাপ্ত যানবাহনের অভাবে স্কুল ছুটির পর নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে দীর্ঘ সময় অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। এ সমস্যা নিরসনের পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে স্কুল বাস সার্ভিস চালু রয়েছে সিটি কর্পোরেশনের। অবশ্য এবার বৃহৎ পরিসরে উল্লেখযোগ্য বাস নিয়ে এবার সড়কে নামছে ‘নগর এক্সপ্রেস’।

সিলেট সিটি কর্পোরেশনের ‘নগর এক্সপ্রেস’ চালুর অংশ হিসেবে প্রাথমিকভাবে ২১টি মিনিবাস রাস্তায় নামানো হচ্ছে। এর মধ্যে নারীদের জন্য পৃথক একটি বাস থাকবে। নিটল মটরসের সহযোগিতায় সিটি কর্পোরেশন এই সেবা চালু করতে যাচ্ছে। গত এপ্রিলে নিটল মটরসের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদের সঙ্গে মেয়র আরিফুল হক চৌধুরীর আলোচনা হয়। এর পরপরই পরীক্ষামূলকভাবে কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য বাস সার্ভিস চালু হয়।

প্রাথমিকভাবে এই বাসগুলো টুকেরাবাজার থেকে মেডিকেল রোড হয়ে হেতিমগঞ্জ যাবে। টুকেরবাজার থেকে বন্দর টু বটেশ্বর। সুরমা মার্কেট পয়েন্ট থেকে হেতিমগঞ্জ ও এয়ারপোর্ট থেকে কদমতলী হয়ে মোগলাবাজারের হাজিগঞ্জে যাবে। চালকসহ সুপাভাইজার নিয়োগ সম্পন্ন হয়েছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা টিকিট কেটে সেবা গ্রহণ করবেন।
নগর এক্সপ্রেস এর সমন্বয়কারী শাহ মোঃ বাহাদুর আলম জানান, বিভিন্নস্থানে যাত্রী ছাউনি হচ্ছে। প্রাথমিকভাবে মদীনা মার্কেট, বন্দরবাজার ও কদমতলীতে যাত্রীদের সুবিধার্থে যাত্রী ছাউনি করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল স্পটে এই ছাউনি বসানো হবে। সিলেট- ভোলাগঞ্জ সড়কেও এই সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহবায়ক হাজী মখলিছুর রহমান কামরান জানান, টুকেরবাজার থেকে হেতিমগঞ্জ, সুরমা মার্কেট থেকে রশিদপুর, টুকেরবাজার থেকে বটেশ্বর ও এয়ারপোর্ট থেকে হাজীগঞ্জ রুটে বাস চলবে। প্রথম ছয়মাস টিকিট কেটে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা থাকলেও পরে ডিজিটাল পেমেন্ট দিয়ে বাসে যাতায়াত করতে পারবেন নগরবাসী। আশা করি নগরবাসী সুলভ মূল্যে আরামদায়ক ও নিরাপদ ভ্রমণে এটি নতুন মাত্রা যোগ করবে নগর এক্সপ্রেস। তিনি বলেন, নিটোল টাটার সাপোর্টে স্থানীয় ব্যবসায়ীদের মালিকানাধীন একটি মালিক সমিতির মাধ্যমে এটি পরিচালিত হবে। কামরান আরো জানান, একমাত্র মহিলা বাসটির জন্য মহিলা চালক ও হেল্পার খোঁজা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে মহিলাকে দিয়েই বাসটি পরিচালনা করার।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *