মহানগর যুবলীগের সভাপতি পদপ্রার্থী শান্ত দেব’র অজানা ভোটারদের উদ্দেশ্যে খোলা চিঠি

Top News

নিজস্ব প্রতিবেদক—সিলেট মহানগর যুবলীগ এর সম্মেলন এর আর মাত্র দুই দিন বাকি,সম্মেলন কে ঘিরে  মহানগর যুবলিগ এর পদপ্রার্থীরা পার করছেন ব্যাস্হ সময়। আসন্ন যুবলীগ এর সম্মেলন কে সামনে রেখে নেতাকর্মীদের মাজে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকে অনেকভাবে তুলে ধরছেন অভিযোগ ও উদ্ভেগের কথা। আবার অনেক পদপ্রার্থী ও তাদের অনুসারীরা সম্মেলনের কাউন্সিলরদের মন জয়ের চেষ্টা চালিয়ে গেলেও অনেকে প্রার্থী  ই কাউন্সিলর তালিকা না পাওয়ার অভিযোগ তুলেছেন, এ নিয়ে মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির বর্তমান  সদস্য ও আসন্ন সম্মেলনে সভাপতি পদপ্রার্থী শান্ত দেব পুর্ণাঙ্গ কাউন্সিলর তালিকা না পাওয়ার অভিযুগ তুলে ধরে নিজের ফেইসবুক টাইমলাইনে “অজানা ভোটারদের  উদ্দেশ্যে খোলা চিঠি” শিরনামে এক আবেগি খোলা চিঠি লিখেন যা নিচে হুবহু তুলে ধরা হয়েছে। 

অজানা ভোটারদের  উদ্দেশ্যে খোলা চিঠি…
দীর্ঘদিন ধরে সিলেটে যুবলীগের সাথে আমি সম্পৃক্ত আছি। সেই সুবাদে আসন্ন সম্মেলনে সিলেট মহানগর যুবলীগের তৃনমূলের দাবিতে সভাপতি প্রার্থী হয়েছি।কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের আশ্বস্ত করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগ্রহণের মাধ্যমে আগামীর নেতৃত্ব নির্বাচন করা হবে। সে লক্ষ্যে আমি এবং আমার সহযোদ্ধারা প্রস্তুতিও নিচ্ছি।কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে মহানগর যুবলীগের সম্মেলনের আর মাত্র দুই দিন বাকি। কিন্তু এখন পর্যন্ত কোন কাউন্সিলর তালিকা আমি কিংবা আমাদের সাথের অন্য প্রার্থীরা হাতে পাইনি। শুধুমাত্র শুনেছি সাড়ে চার শতাধিক কাউন্সিলের তালিকা তৈরি হয়েছে। বর্তমান আহবায়ক কমিটির সদস্য হওয়া সত্ত্বেও এই তালিকায় কারা আছেন তা জানার সুযোগ হলো না।এই অবস্থায় কে ভোটার, কার কাছেই বা ভোট চাইবো তা আমি জানি না। সেই অজানা ভোটারদের উদ্দেশ্যে বলছি, আপনাদের দোয়া ভালবাসা নিয়ে আমি আগামীদিনের মহানগর যুবলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে সম্মেলনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছি। আপনার একটি মহামূল্যবান ভোটই পারে আগামী দিনের সিলেট মহানগর যুবলীগকে পরিবর্তনশীল কর্মীবান্ধব সুসংগঠনে রুপান্তরিত করতে।
 আপনাদের সুচিন্তিত মতামত ও দ্বায়িত্ববান ভোট প্রত্যাশী….

শান্ত দেব 

সভাপতি পদ প্রার্থী,সিলেট মহানগর যুবলীগ।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *