২৪ঘন্টায় নতুন করে রেকর্ড সংখ্যক ৭৮৬ জন আক্রান্ত হয়েছেন।

দেশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৮৩ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৭৮৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনের আক্রান্তের পরিসংখ্যানে রেকর্ড। এ নিয়ে সারাদেশে মোট ১০ হাজার ৯২৯ জন করোনা রোগী শনাক্ত হলো।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৩৩টি প্রতিষ্ঠানে ৫ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৭৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯২৯ জনে।

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন। তিনি একজন ষাটোর্ধ্ব পুরুষ। তিনি ঢাকায় মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮৩ জনে।

গত ২৪ ঘণ্টায় আরো ১৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট এক হাজার ৪০৩ জন সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৫৬৬। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৫৮ হাজার ২৮৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ৩ হাজার ৬৪ জন।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *