নিজস্ব প্রতিবেদক :: লন্ডনে নতুন রূপে মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এই করোনা মহামারীতে ইতোমধ্যে তিন দফায় সিলেটে এসেছেন লন্ডন প্রবাসীরা। তবে তারা কেউই করোনা আক্রান্ত নন। করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে তারা সিলেটে এসেছেন। সিলেট ওসমানী বিমানবন্দরে আসার পর স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্তরা করোনা নেগেটিভ সার্টিফিকেট খতিয়ে দেখার পাশাপাশি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর শর্ত দিয়ে তাদেরকে বিমানবন্দর থেকে ছেড়ে দেয়া হয়।
তবে, যুক্তরাজ্য থেকে যারা ১৫ জানুয়ারির মধ্যে সিলেটে আসবেন তাদের অবশ্যই প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে নিজ খরচে। ইতোমধ্যে সিলেটের জেলা প্রশাসন যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেটে দুটি হোটেল চুড়ান্ত করা হয়েছে। আরও ৬টি হোটেল চূড়ান্ত করবে প্রশাসন।
সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ সিলেটভিউ-কে বলেন, যুক্তরাজ্যের লন্ডন থেকে প্রতি সপ্তাহে দুটি ফ্লাইট সিলেট আসে। প্রতি সোম ও বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দরে আসে বিমানের এসব ফ্লাইট। এ মাসের ১৫ জানুয়ারির মধ্যে যারা লন্ডন থেকে আসবেন তারা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বাধ্যতামূলক ১৪দিন থাকতে হবে নিজ খরচে। আমাদের কাছে পরবর্তী সিদ্ধান্ত এখনও আসেনি।
close