হাকালুকি জিরো পয়েন্টে পর্যটকদের উপছে পড়া ভীড়

সিলেট

ঈদের ছুটিতে ফেঞ্চুগঞ্জ জিরু পয়েন্টে পর্যটকদের উপছে পড়া ভীড়,

মোঃ ইসমাইল হোসেন সিরাজী::

দক্ষিণ এশিয়ার অন‍্যতম বড় হাওর হাকালুকি যা বড়লেখা,জুড়ী,ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ নিয়ে হাকালুকি হাওর অবস্থিত। হাকালুকি হাওরে ছোট বড় প্রায় ২৩৮ টি বিল রয়েছে, এসকল বিলে রয়েছে হরেক রকমের বিভিন্ন প্রজাতির ছোট বড় সকল প্রকারের মাছ।ফেন্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া জিরু পয়েন্ট রয়েছে একটি অপূর্ব সুন্দর পর্যটক কেন্দ্র, জিরু পয়েন্ট থেকে ১ কিলোমিটার দূরে রয়েছে জিরু পয়েন্টর পরিবেশ টাওয়ার। জুড়ী উপজেলায় রয়েছে অন্য আরেকটি পরিবেশ টাওয়ার, অপর দিকে বড়লেখা উপজেলায় রয়েছে একটি কুইস টাওয়ার। হাকালুকি হাওরে রয়েছে, রুই, কাতলা,শৈল,বোয়াল, চিংড়ী সহ বিভিন্ন প্রজাতির মাছ।হাকালুকি হাওড়ের মাছ দেশে চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে। বছরে দুই টি ঈদ অনুষ্ঠিত হয়,ঈদের ছুটিতে পর্যটকগণ ছুটে আসে হাকালুকি হাওর ভ্রমণে, ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া জিরু পয়েন্টে পর্যটকদের আনন্দ তথা ঘুরাঘুরির জন্য বাহক হিসেবে রয়েছে নৌকা, এখানে হাওর বিলাস সহ ছোট বড় প্রায় ৫০থেকে ৬০ টি নৌকা রয়েছে, বিলাসবহুল হাওড় বিলাস এর ভাড়া ঘন্টা পাঁচ হাজার টাকা, এই হাওড় বিলাস এর বৈশিষ্ট হলো এতে রয়েছে এসি,সোফা ও টেলিভিশন।অন্যান্য নৌকা গুলো ১০০০- ১৫০০টাকা মধ্যে ভাড়া পাওয়া যায়। আজকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া জিরু পয়েন্ট নৌকা ভ্রমণে এসেছেন।করোনার মাজেও এরকম অসংখ্য পর্যটকদের আনাগোনায় সরব হয়ে উঠেছে হাকালুকি পাড়।সরজমিন ঘুরে প্রতিবেদক এর সাথে কথা হয় ঘুরতে আসা দেলোয়ার হোসেন রিমন,হাসান মোঃ সিদ্দীক, মোঃ বদরুল ইসলাম, মোঃ খুরশিদ আলম, আলী হোসেন, সেলিম আহমদ সহ আরো অনেকের সাথে তারা প্রত‍্যেকেই বলেন অবকাঠামোগত উন্নয়ন ও সরকারের সঠিক পৃষ্ঠপোষকতা থাকলে এটি বাংলাদেশের অন‍্যতম পর্যটন স্পটে পরিণত হতে পারে ।এদিকে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বদরুল ইসলাম বলেন, হাকালুকি হাওরের সৌন্দর্য উপভোগ করার মত যা স্মরণ থাকবে সৃতির পাতায় তিনি ভ্রমণ পিয়াসী লোকদের হাকালুকি হাওর ভ্রমণের আহবান করেন।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *