স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী

সিলেট

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসছে হেফাজত ইসলাম। সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী রাত আটটা ৩৭ মিনিটের দিকে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে প্রবেশ করেছেন। হেফাজত নেতারা ছাড়াও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদেরও মন্ত্রীর বাসায় প্রবেশ করতে দেখা গেছে।

বৈঠকে অংশ নিতে সোমবার (৫ জুলাই) চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন জুনায়েদ বাবুনগরী। জানা গেছে, বৈঠকে কওমি মাদরাসা খুলে দেওয়া, হেফাজত নেতাকর্মীদের মুক্তি ও মামলার বিষয়ে আলোচনা হতে পারে। হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের ব্যক্তিগত সহকারী মোরশেদ বিন নূর বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এর আগে, গত ১৯ এপ্রিল রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের শীর্ষ কয়েকজন নেতা বৈঠক করেন। বৈঠকে হেফাজত নেতারা ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদসহ পুলিশের দুই-তিনজন সদস্য উপস্থিত ছিলেন বলে জানা যায়।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *