সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের জয়েন্ট ছিঁড়ে চার বগি বিচ্ছিন্ন

সিলেট

সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের জয়েন্ট ছিঁড়ে চার বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন ঘণ্টা মনতলা রেলস্টেশনে আটকা পড়ে ট্রেনটি। ট্রেনের গতি কম থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার পরশ আলী শিকদার জানান, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনটি স্টেশনে পৌঁছাতেই এর পেছনের জয়েন্ট ছিঁড়ে চারটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় প্রায় তিন ঘণ্টা আটকা পড়ে ট্রেনটি।

দুর্ঘটনায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেক যাত্রী বিকল্প পথে গন্তব্যে পৌঁছান। তবে এসময় লাইনে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

ট্রেনটির যাত্রী আফজাল বলেন, বিকট শব্দে বগির জয়েন্ট খুলে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা পর আখাউড়া থেকে একটি ইঞ্জিন এনে পেছন দিকের বগির জয়েন্ট সংযোগ দেওয়া হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি মনতলা থেকে ঢাকার দিকে যাত্রা করে।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *