সিলেটে ১৭জন চিকিৎসক করোনা আক্রান্ত

সিলেট

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ জন শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক এবং নগরীর একটি বেসরকারি মেডিকেল কলেজের গাইনি বিভাগের একজন অধ্যাপক করোনায় আক্রান্ত হয়েছেন। 

পরীųক্ষার জন্য এই ১৭ জনসহ মোট ৭৮ জন চিকিৎসকের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছিল। গত সোমবার রাতে ঢাকা থেকে নিশ্চিত করা হয় তাদের মধ্যে ১৭ জন করোনায় আক্রান্ত।
ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. শিশির চক্রবর্তী জানান, কলেজের ৫৩তম ব্যাচের ১৬ জন ইন্টার্ন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তারা কলেজ ছাত্রাবাসে কোয়ারেন্টাইনে রয়েছেন। তারা প্রত্যেকেই ভালো আছেন। কারও মধ্যে তেমন কোন উপসর্গও নেই। ডা. শিশির চক্রবর্তী জানান, এই ১৬ জনের অবস্থা পর্যবেক্ষণে গতকাল মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে আবারও তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর আগে গত ২৩ এপ্রিল ওসমানী হাসপাতালের একজন শিক্ষানবিশ চিকিৎসক গাজীপুর থেকে সিলেটে কর্মস্থলে ফেরার পর পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। তিনি ইন্টার্ন হোস্টেলেই কোয়ারেন্টাইনে ছিলেন। পরে আরো ৭৭ জন ইন্টার্ন চিকিৎসকের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয় এবং ১৬ জনের করোনা শনাক্ত হয়।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক প্রধান এবং বর্তমানে সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যাপক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এবং ভালো আছেন।

প্রসঙ্গত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনা আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *