সিলেটে ১০০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৪৮ জন

অনলাইন ডেস্ক





নিজস্ব প্রতিবেদক, সিলেট :
নিয়োগ পরীক্ষার আগ থেকেই সর্তক ছিল পুলিশ। দালালরা যাতে চাকরি প্রার্থীদের প্রতারিত করতে না পারে সে জন্য বিভিন্ন থানায় মাইকিংও করা হয়। অবশেষে অনিয়মের কোন অভিযোগ ছাড়াই সিলেটে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছে জেলা পুলিশ। সরকারি খরচ মাত্র ১০০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন সিলেটের ৩৪৮ জন।
গতকাল বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, গত ২৯জুন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের জন্য প্রাথমিক বাছাই পরীক্ষায় প্রায় সাড়ে ৪ হাজার প্রার্থী অংশ নেন। এর মধ্য থেকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয় ১ হাজার ৪২১ জনকে।
৩০ জুন অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় ৩ জুলাই। এতে উর্ত্তীণ হন ৪৬৯ জন।  
একই দিন অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষাও। পরে বৃহস্পতিবার রাতে এর মধ্য থেকে ৩৪৮ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। নিয়োগ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন পুলিশ হেডকোয়ার্টাসের একজন পুলিশ সুপার ও একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।  
এদিকে, বাড়তি সতর্কতার কারণে এবছর পুলিশ নিয়োগ পরীক্ষা নিয়ে কোন অনিয়মের অভিযোগ ওঠেনি। এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্বাচিতরা মৌলিক প্রশিক্ষণ শেষে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্বের সাথে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনকল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবেন বলে আমি আশাবাদী।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *