সিলেটে আত্মরক্ষার বিশেষ কৌশল রপ্ত করেছেন নারীরা

সিলেট

ধর্ষক-নিপীড়কদের বিরুদ্ধে সিলেটের নারীরা রুখে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। নগরীর সাংস্কৃতিক সংগঠন কাকতাড়ুয়ার আয়োজনে আত্মরক্ষার ‘বিশেষ কৌশল’ রপ্ত করেছেন অর্ধশত নারী।
তাদের লক্ষ্য- কৌশল আর বুদ্ধিমত্তায় নির্যাতনের প্রতিরোধ গড়ে তোলা। কেউ গৃহবধূ, কেউ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, কেউবা স্কুল পড়ুয়া। সবাই নিবিড় আগ্রহে শিখে নিচ্ছেন কারাতের নানান কৌশল। উদ্দেশ্য, নিজেদের সুরক্ষিত রাখতে প্রতিরোধ গড়ে তোলা।

নগরীর সারদা হলে, টানা তিনদিনের প্রশিক্ষণে নারীদের শেখানো হয়েছে, আচমকা আক্রমণ থেকে কিভাবে ঘায়েল করা যায় আক্রমণকারীদের। শারীরিক কসরতের পাশাপাশি শিখিয়ে দেয়া হয়েছে মানসিক শক্তি বৃদ্ধির কৌশলও।

প্রশিক্ষক আয়েশা হোসাইন মীম বলেন, ‘কারাতের মাধ্যমে নিজেকে সেভ করার নানা কৌশলগুলোই আমি শেখানোর চেষ্টা করছি। এর মাধ্যমে ওদের পাঞ্চ আয়ত্তের মধ্যে চলে আসছে। পরবর্তীতে ওরা টেকনিকগুলো কাজে লাগাতে পারবে ‘

নিজেদের সুরক্ষায় এমন কৌশল রপ্ত করতে পেরে উচ্ছ্বসিত প্রশিক্ষণার্থীরাও। জানালেন, যেকোনো পরিস্থিতিতে রুখে দাঁড়ানোর শক্তিটুকু অর্জন করতে পেরেছেন তারা।

প্রশিক্ষণার্থীরা বলেন, ‘হুটহাট করে যদি আমাদের উপর এট্যাক হয় তখন আমরা প্রটেকশন নিতে পারবো। বর্তমান পরিস্থিতিতি মেয়েদের জন্য এটা খুব বেশি প্রয়োজন হয়ে দাড়িয়েছে।’

কাকতাড়ুয়ার সংগঠক রেজওয়ানা তাবাসসুম বহ্নি বলেন, ‘এটা আমাদের ভেতরের আর্তবিশ্বাসটা আরো বাড়িয়ে দিচ্ছে। নারীরা ‘অবলা’- এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আপন শক্তিতে লড়ে যাওয়ার মানসিকতা সৃষ্টি করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।’

তারা আরো বলছেন, এমসি কলেজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ- প্রতিটি ঘটনাই প্রতিরোধ গড়ার বার্তা দিয়ে গেছে। তাই এখন থেকে নিয়মিত এমন আত্মরক্ষামূলক কর্মশালার আয়োজন করা হবে।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *