সিলেটের গোলাপগঞ্জে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বেসরকারী শিক্ষকদের আর্থিক অনুদান প্রদান_
গোলাপগঞ্জে(সিলেট) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বেসরকারী শিক্ষকদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার ৮ জুলাই দুপুর ২টায় দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্টানে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি সাবেক ছাত্রনেতা এনামুল হক রুহেলের সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক লেখক কলামিস্ট হোসেন আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, শিক্ষকতা হচ্ছে একটা মহান পেশা। আমরা সব সময় শিক্ষাকে মর্যাদা দিই, শিক্ষকরা জাতি বিনির্মানে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখেন।তাই শিক্ষকদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিৎ। তিনি বলেন, সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। সেই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকেরা। এসময় তিনি রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বেসরকারী কিন্ডারগার্টেন ও মাদ্রাসা শিক্ষকদের আর্থিক অনুদান দেওয়া কে এই করোনা দূর্যোগকালীন মূহর্তে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, করোনাকালীন সময়ে গৃহবন্দি শিক্ষকদের এধরনের আর্থিক অনুদান দেওয়া একটি ভালো উদ্যোগ এতে করে শিক্ষকরা আরো বেশি উৎসাহিত হবেন। তিনি এধরনের উৎসাহমূলক কার্যক্রম করার জন্য রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের সকল ট্রাস্টিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক আব্দুল্লা আল মামুন,গোলাপগঞ্জ সমাজসেবা কর্মকর্তা নুরুল হক,রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয়ও কলেজের গভর্ণিং বডির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু,সাবেক ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ, সাবেক ছাত্রনেতা খায়রুল হক। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল কান্তি দাস, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন,ঢাকাদক্ষিণ ক্রিড়াচক্রের সাধারণ সম্পাদক শিক্ষাণুরাগী আব্দুল আজাদ,শিক্ষানুরাগী সমাজ সেবক আব্দুল কুদ্দুস, রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের ট্রেজারার শ্যামল আহমদ, সাংবাদিক ফারহান মাসউদ আফছর। উল্লেখ্য করোনাভাইরাস সংক্রমণের কারণে অর্থ সংকটে থাকা ঢাকাদক্ষিণ ইউনিয়নের বেসরকারী ৯টি কিন্ডার গার্টেন ও ৪টি মাদ্রাসার সর্বমোট ৭০জন শিক্ষক- শিক্ষিকাকে ৪ হাজার টাকা করে সর্বমোট ২লক্ষ আশি হাজার টাকা বিতরণ করা হয়।