সমাজ উন্নতির ভূমিকায় মরহুম হাজী মুস্তাকীম আলী দৃষ্টান্ত হয়ে থাকবে।
বদরল ইসলাম শোয়েব
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, মানবকল্যাণে যারা নিজেদের যুক্ত রাখে তারা জনহৃদয়ে স্থান করে নেন। মরহুম হাজী মুস্তাকীম আলী ছিলেন সমাজ নিবেদিত এক প্রাণ। তিনি অামৃত্যু লালন করেছেন অসাম্প্রদায়িক প্রগতিশীল চিন্তা চেতনা। সাদামাঠা জীবন যাপনে অভ্যস্ত লোভ লালসার উর্ধ্বে থেকে সমাজ উন্নতির কাজ করেছেন, স্থান করে নিয়েছেন জনহৃদয়ে। তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ সমাজ উন্নতির ভুমিকায় তিনি দৃষ্টান্ত হয়ে থাকবেন।
বদরুল ইসলাম শোয়েব গতকাল গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন জগঝাপ সুজাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অাওয়ামীলীগের প্রবীণ নেতা শিক্ষা ও সমাজ সংঘটক মরহুম হাজী মুস্তাকীম আলী স্বরণে ৪নং লক্ষীপাশা ইউনিয়ন নাগরিক কমিটি অায়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।বিশিষ্ট মুরব্বি নিমার আলীর সভাপতিত্বে অাব্দুস সামাদ ও অাবুল কাশিম এর যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ, নুরুল ইসলাম মছলু, অারিফ অাহমদ মজনু, অাপ্তাব উদ্দিন হাছনু, অাব্দুলকাদির, মাওলানা সিরাজুল ইসলাম, কাওসার অাহমদ, অাবজল হোসেন, শিক্ষক জামাল হোসেন,অাব্দুল মুকিত, তাজুল ইসলাম, বশির উদ্দিন মেম্বার,অাব্দুর রহিম নান্টু, শান্ত দেব, অাব্দুল অাহাদ, মামুন অাহমদ, ফয়ছল অাহমদ, জুনেদ মুবিন, নাইম উদ্দিন প্রমূখ।