শিক্ষা ও মানবকর্মে আসাব আলী ও তফুরা খানম ট্রাস্ট কল্যাণমূলক ভূমিকা রাখবে- শোয়েব

সিলেট

শিক্ষা ও মানবকর্মে আসাব আলী ও তফুরা খানম ট্রাস্ট
কল্যাণমূলক ভূমিকা রাখবে
বদরুল ইসলাম শোয়েব

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষের সংকটকালে যারা পাশে দাঁড়ায় তারা সমাজের হৃদয়ে
স্থান করে নেয়।আলহাজ্ব আসাব আলী ও তফুরা খানম ট্রাস্ট প্রতি বৎসর এই ধরনের কার্যক্রম চালিয়ে আসছে।ট্রাস্টের পৃষ্ঠপোষক ব্রিস্টল সিটির সাবেক মেয়র আবুল কালাম আজাদ ও জাকির হোসেন আজাদের প্রশংসা করে বলেন, প্রবাসে থাকলেও নিজের জন্ম এলাকার মানুষের বিপদকালীন সময়ে তারা সর্বদা পাশে থাকেন।
বদরুল ইসলাম শোয়েব গতকাল (আজ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকা) গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের দত্তরাইল কাইটিকর আসাব আলী ও তফুরা খানম মাদ্রাসা মাঠে বিশিষ্ট সমাজসেবী নজমুল ইসলাম বিকলিছের সভাপতিত্বে সমাজকর্মী ছাইদুল ইসলাম মাহের এর পরিচালনায় পবিত্র মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য আরো বলেন, মাহে রমজানের পরে আলহাজ্ব আসাব আলী ও তফুরা খানম মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বিনাবেতনে থাকা খাওয়ার ব্যবস্হাসহ চালু হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, আওয়ামী লীগ নেতা রুহেল আহমদ রুহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য হোসন আহমদ, সমাজসেবী জাহেদ আহমদ,
ফারহান মাসুদ অাফসর, ইব্রাহিম জামাল মাফি প্রমূখ।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *