গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ফয়সল আহমদ চৌধুরী (৭৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি–রাজিউন। আজ (২১ মে) সন্ধ্যা ৭টায় রনকেলী বড় বাড়িস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তার জানাজার সময় পরে জানানো হবে।
এদিকে, প্রবীণ শিক্ষক ফয়সল আহমদ চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।






