শহীদ মিনেরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের পুষ্পস্হপক অর্পণ

অনলাইন ডেস্ক

   বঙ্গবন্ধু স্মৃ‌তি সংসদ ও স্মৃ‌তি পাঠাগার গোলাপগঞ্জ উপ‌জেলা ও ইউ‌নিয়ন শাখার  নেতৃবিন্দ উপ‌জেলা শহীদ মিনা‌রে পুষ্পস্থবক অর্পন করেন এবং শহিদদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।  এ সময় উপ‌স্থিত ছি‌লেন  গোলাপগঞ্জ পৌর মেয়র আ‌মিনুল ইসলাম রা‌বেল , বঙ্গবন্ধু স্মৃ‌তি সংসদ ও স্মৃ‌তি পাঠাগার গোলাপগঞ্জ উপ‌জেলা শাখার সভাপ‌তি , গোলাপগঞ্জ উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক, আম‌ুড়া ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের যুগ্ম আহবায়ক আবু সু্ফিয়ান আজম , আমুড়া আওয়ামীলী‌গের  যুগ্ম আহবায়ক না‌জিমুল হক লস্কর , সা‌বেক ইউ‌পি সদস্য , আম‌নিয়া ওয়ার্ড আওয়ামীলী‌গের যুগ্ম সম্পাদক শেখ আজ্জাদ আলী, বঙ্গন্ধু স্মৃ‌তি সংসদ গোলাপগঞ্জ উপ‌জেলা শাখার সহসভাপ‌তি অ‌হিদ‌ুর রহমান, বিজ্ঞান ও প্রযু‌ক্তি সম্পাদক মিছলু উ‌দ্দিন,  আমুড়া ইউ‌নিয়ন শাখার সভাপ‌তি দেলওয়ার হো‌সেন , সহ সভাপ‌তি সা‌হিদুল আলম ছাদ,  যুগ্ম সম্পাদক সৈয়দ রা‌কিব, সাংগঠ‌নিক সম্পাদক সৈয়দ সাদী,  প্রচার সম্পাদক ছা‌দিকুর রহমান, যুব ও ক্রীড়‌া সম্পাদক মিলাদুর রহমান মিলাদ, ৪ নং ওয়ার্ড সভাপ‌তি তা‌রেক আহমদ,  ছাইম উ‌দ্দিন,মু‌মিন আহমদ, আব্দুল আহমদ, দিপু আহমদ প্রমূখ ।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *