গোলাপগঞ্জ প্রতিনিধি :বারাকা পতেঙ্গ পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক মনজুর সাফি চৌধুরী এলিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশ আজ উন্নতির শিখরে পৌঁছেছে। আগামী প্রজন্মকে এ উন্নতি ধরে রাখতে হলে শিক্ষাগত জ্ঞান অর্জনে আরো এগিয়ে যেতে হবে। গতকাল শনিবার গোলাপগঞ্জে রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু।শিক্ষক আবু সুফিয়ান আজমের পরিচালনায় রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজিত কুমার চক্রবর্তীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক রাহাদ আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী আরশি জাহান।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রাক্তন শিক্ষার্থী বাবলীন চৌধুরী, শিক্ষক মোহাম্মদ শাহজাহান,সৈয়দ নুরুল হাফিজ, তাছলিমা খানম,ছাদিয়া জান্নাত চৌধুরী,আম্বিয়া খাতুন,হাফসা আক্তার,রুমি আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহবিয়া ফেরদৌউস। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।