রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয়ে রণকেলী গ্রুপ টরেন্টো কানাডা এক লক্ষ টাকা অনুদান প্রদান করায় রিংকু চৌধুরীর কৃতজ্ঞতা

Sports

রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয়ে রণকেলী গ্রুপ টরেন্টো কানাডা এক লক্ষ টাকা অনুদান প্রদান করায় রিংকু চৌধুরীর কৃতজ্ঞতা __

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বাংলাদেশী প্রবাসী সংগঠন রণকেলী গ্রুপ টরেন্টো কানাডা একটি ফটোষ্ট্রেট মেশিন ক্রয়ের জন্য এক লক্ষ টাকা অনুদান প্রধান করেছে। এক লক্ষ টাকা অনুদান প্রদান করায় রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটি ও শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু রণকেলী গ্রুপ টরেন্টো কানাডার সদস্য ছাদ চৌধুরী, লায়েক আহমদ চৌধুরী, জালাল চৌধুরী. রাহাদ হুসেইন চৌধুরী, মোসাদ আহমদ চৌধুরী মোসা, দেলওয়ার এহিয়া চৌধুরী শাহান, শাহেদ আহমদ চৌধুরী, ইশরত হুসেইন চৌধুরী, ওমর উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, আজাউল চৌধুরী, শরিফ চৌধুরী শফিও মাহবুব চৌধুরী রনি সহ সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন
করেছেন। এসময় তিনি আশা ব্যক্ত করে বলেন রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রবাসীরা আগামীতেও এরকম সহযোগীতা অব্যাহত রাখবেন।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *