গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে নিম্ন আয়ের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । রবিবার (০৯ মে) বিকেল ৩টায় উপজেলার রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের ঢাকাদক্ষিনস্ত কার্যালয়ে ৮০টি পরিবারের মাঝে মোট ১ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- ট্রাস্টের সাধারণ সম্পাদক লেখক কলামিস্ট হোসেন আহমদ ও ট্রেজারার শ্যামল আহমদ।
এসময় হোসেন আহমদ বলেন করোনা মহামারিতে মানব জীবন বিপর্যস্ত তাই সরকারের পাশাপাশি বেসরকারীভাবে সকলের এগিয়ে আসা প্রয়োজন । এই উপলব্দি থেকে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট এর আজকের এই প্রয়াস।আমরা করোনার প্রারম্ভ থেকে যেভাবে কাজ করে চলেছি আশা করি ভবিষ্যতে ও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট আর্থ মানবতার সেবায় বদ্ধপরিকর। এসময় তিনি প্রবাসে বসবাসরত ট্রাস্টের ট্রাস্টি দেলোয়ার আহমেদ সাহান,রেদওয়ান আহমেদ ও গোলসান ফেরদৌস এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে ট্রাস্টের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।