রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

সিলেট

রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ‍্যে আর্থিক অনুদান প্রদান 

গোলাপগঞ্জ প্রতিনিধি :: রকিব উদ্দিন (রকিয়া মিয়া) মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ৮০ জন শিক্ষার্থী ও তাদের পরিবারকে দেড় লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৮ মে) ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে রকিব উদ্দিন (রকিয়া মিয়া)মেমোরিয়াল ট্রাস্ট ” এর সভাপতি এনামুল হক রুহেল এর সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক হোসেন আহমদ-এর পরিচালনায় আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।প্রধান অতিথির বক্তব্যে বদরুল ইসলাম শোয়েব বলেন, সম্ভাবনাময় সমাজ আজ কাঁদা জলে আটকা পড়েছে। আর সেই সমাজকে কাঁদা জল থেকে বের করে গ্রহনযোগ্য সমাজ তৈরিতে যারা ভুমিকা রাখেন তাঁরাই অমর হয়ে থাকবে।রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট সমাজের গুনগত পরিবর্তনে ভুমিকা রাখবে। মরহুমের জৌষ্ঠ সন্তান এবং এই ট্রাস্টের ট্রাষ্টি দেলোয়ার আহমদ শাহান 
প্রতি বৎসর গোলাপগঞ্জের বিভিন্ন উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভুমিকা রাখেন আশা করি তিনি তার কার্যক্রম অব‍্যাহত রাখবেন। এসময় তিনি ছাত্র ছাত্রিদের প্রতি তাদের অভিভাবকদের আরো যত্নশীল হওয়ার আহ্বান রাখেন যাতে এই লকডাউনের এই সময়টাতে ছাত্র ছাত্রীরা তাদের মনোবল ধরে রাখতে পারে এবং লেখা পড়ায় আরো বেশি মনোনিবেশ করে।
 আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা হিন্দু -বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক কাজল কান্তি দাস,গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইউনুছ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম,যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের  সাধারন সম্পাদক আব্দুল আজাদ, ইউপি সদস্য রেজাউল করিম রাজু, দত্তরাইল ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ,  ট্রাস্টের  ট্রেজারার শ্যামল আহমদ, সদস্য ফয়সল আহমদ, রেমল আহমদ, ফারহান মাসউদ আফছর, তানিম খান রাকিন আহমদ,দিদার আহমদ,দিহান আহমদ প্রমুখ।Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *