যুগের সাথে সঙ্গতিপূর্ণ ও বিশ্বমানের শিক্ষায় ছাত্র ছাত্রিদের গড়ে তুলতে হবে—শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কৃষিবিদদের কল্যাণেই দেশ আজ ক্ষুধা ও দারিদ্রমুক্ত। যুগের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের শিক্ষায় ছাত্রছাত্রীদের গড়ে তুলতে হবে।রোববার (৭ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী অংশগ্রহণ করেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।বেলা ১টায় নবনির্মিত ২য় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদ ভবন ও অতিথি ভবনের উদ্বোধন এবং অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী। দুপুর ৩টায় সিকৃবির শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেন।শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, প্রধান পৃষ্ঠপোষক ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদ ভবন ও অতিথি ভবনের উদ্বোধন এবং অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিকাল ৪টায় কনভোকেশন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সিকৃবি রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েবের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিকৃবি ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আবুল কাশেম, এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেটের পরিচালক প্রফেসর হারুন অর রশীদ, সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বর্তমান সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *