যুক্তরাষ্ট্রের মিশিগানে কনস্যুলেট অফিস স্হাপনের দাবি-আলোচনা সভা অনুষ্ঠিত

Top News

 যুক্তরাষ্ট্রের মিশিগানে কনস্যুলেট অফিস স্হাপনের দাবি-আলোচনা সভা অনুষ্ঠিত।


 যুক্তরাষ্ট্রের মিশিগানে কনস্যুলেট অফিস স্হাপনের দাবি উঠেছে যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মধ‍্যে। কনস্যুলেট অফিস স্হাপনের দাবিতে মিশিগানের সাংবাদিকদেরকে সম্মান জানিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।সভায়, বক্তারা প্রথমে আয়োজকদের কে ধন্যবাদ জানিয়ে বলেন যুক্তরাষ্ট্রের মিশিগানে আমর প্রচুর সংখ্যক বাংলাদেশী মানুষ বসবাস করছি । আমর প্রবাসীরা বিদশে থেকেও দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।আমাদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে অবদান রাখছে। তাই বাংলাদেশ সরকার প্রবাসে অবস্হানরত সকল বাংলাদেশীদের সমস্যা সমাধানে এগিয়ে আসার আশা ব‍্যাক্ত করে বক্তরা বলেন,যুক্তরাষ্ট্রের মিশিগানে কনস্যুলেট অফিস স্হাপন এখন সময়ের দাবি, আমরা যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বাংলাদেশীরা দলমতের উর্ধে উঠে কনস্যুলেট অফিস স্হাপনের বিষয়ে একমত ।এসময় বক্তরা যুক্তরাষ্ট্রের মিশিগানে কনস্যুলেট অফিস স্হাপনের জন‍্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানান।সভায় উপস্তিত ছিলেন-সকল রাজনৈতিক দলের ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ সহ আর টিভি, আই টিভি এবং দৈনিক সবুজ সিলেট যুক্তরাষ্ট্রের সাংবাদিক কামরুজ্জামান (হেলাল), এন টিভির মিশিগান প্রতিনিধি সেলিম আহমদ, বাংলা সংবাদ এর সম্পাদক সাংবাদিক ইকবাল ফেরদৌস, সুলতান জে শরীফ, প্রথম আলো এবং দিয়ামনি মাল্টিমিডিয়ার উপদেষ্টা ফারজানা চৌধুরী পাপড়ি,, বাংলাদেশ প্রতিদিন এর আশিক রহমান, দৈনিক যুগান্তর এর তোফায়েল রেজা সোহেল , টিবি এন ২৪ এর মিশিগান প্রতিনিধি মাহফুজুর রহমান(শাহীন) সহ আরো অনেকে। এসময় বক্তরা যুক্তরাষ্ট্রের মিশিগানে কনস্যুলেট অফিস স্হাপনের দাবিতে মিশিগানবাসীর মধ্যে যে ঐক্যের জোয়ার নেমেছে তা আরো সুদৃঢ় করার প্রত‍্যয় ব‍্যাক্ত করেন।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *