যথাযথ ইন্টারনেট সেবা না পেলে অভিযোগ করতে বললো বিটিআরসি অনলাইন ডেস্ক August 17, 2018 adminLeave a Comment on যথাযথ ইন্টারনেট সেবা না পেলে অভিযোগ করতে বললো বিটিআরসি গ্রাহক হিসেবে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিশ্রুত ব্যান্ডউইথ এবং গুনগত সেবা না পেলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে অভিযোগ করতে বলেছে কর্তৃপক্ষ।