বীরমুক্তিযুদ্ধা কবির আহমদ মুশনের মৃত্যুতে ইকবাল আহমদ চৌধুরীর শোক প্রকাশ_
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি লক্ষিপাশা ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা কবির আহমদ মুশন -এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
এক শোক বার্তায় এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, কবির আহমদ মুশনের
মত রাজনীতিবিদের মৃত্যুতে আজ আমরা শোকে মূহ্যমান। জাতি আজ অন্যতম শ্রেষ্ঠ একজন সন্তানকে হারালো। তিনি আরও বলেন, মানুষের হৃদয়ে এই জননেতা চিরদিন তাঁর কীর্তির মাধ্যমে বেঁচে থাকবেন। তিনি তার রূহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।