মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে জেলা আওয়ামী লীগ এর তিন দিনের কর্মসূচি

সিলেট

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপির মৃত্যুতে তিনদিনের কর্মসুচি ঘোষণা করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলায় সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের ব্যক্তিগত রাজনৈতিক অফিসে জেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১২ থেকে ১৪ মার্চ ৩ দিনব্যাপী কালোব্যাজ ধারণ ও দলীয় অফিসে কালো পতাকা উত্তোলন। শুক্রবার বাদ জুম’আ সিলেট জেলার আওতাধীন উপজেলার সকল মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল, পরদিন শনিবার সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচির আওতায় ১৪ মার্চ রোববার বিকাল ৩ টায় সিলেট জেলা পরিষদ হলরুমে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

এদিকে, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খানের পরিচালনায় জরুরি সভার শুরুতেই মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক ও এডভোকেট শাহ মো: মোসাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ও কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল ও এডভোকেট রনজিৎ সরকার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক সামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, কোষাধ্যক্ষ শমসের জামাল, কাযৃকরি সদস্য মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, আবদাল মিয়া, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, এডেভোকেট নুরে আলম সিরাজী, মো: আব্দুল বারী, এডভোকেট মনসুর রশিদ, জাহাঙ্গীর আলম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ প্রমুখ।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *