মাহমুদ উস সামাদ চৌধুরীর জানাযা সম্পন্ন-চোখের জলে বিদায়

সিলেট

মাহমুদ উস সামাদ চৌধুরীর জানাযা সম্পন্ন

সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট   ৩ আসনের সাংসদ  মাহমুদ উস সামাদ চৌধুরীর জানাযা সম্পন্ন হয়েছে বিকেল ৫ ঘটিকায়।

সিলেটের ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার বিকাল ৫টার দিকে নামাজে জানাজা শেষে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বাড়ির সামনে পারিবারিক কবরস্থানের তাকে দাফন করা হবে।

এদিকে সাংসদ সামাদকে শেষবারের বিদায় জানাতে জানাযা লাখো মানুষের ঢল নামে।সকাল থেকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা তাঁর বাড়িতে আসেন।

জনবান্ধব এই নেতার মৃত্যুতে সিলেট তথা গোটা দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

জানাযা সিলেটের স্থানীয় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিতি সহ লাখো মানুষের ঢল নামে ।

সিলেট প্রতিদিন/এমএ 

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *