গোলাপগঞ্জ প্রতিনিধি:: সিলেটের গোলাপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার স্মৃতিসৌধ “বীর সৌধ” এ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গোলাপগঞ্জ
উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার।
আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু,গোলাপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সভাপতি আবু সুফিয়ান আজম, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি রাহাদ আহমদ,বাবুল আহমদ, বুরহান উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন দিপু, যুগ্ম সাধারন সম্পাদক মিছলু উদ্দিন, ফারহান মাসউদ আফছর, সহ সাংগঠনিক সম্পাদক এস এম সাদি, প্রচার সম্পাদক মিলাদ আহমদ,দপ্তর সম্পাদক বাজিম উদ্দিন, বিঞ্জান ও প্রয়ুক্তি সম্পাদক সুমন আহমদ, শ্রম সম্পাদক তারেক আহমদ, সহ প্রচার সম্পাদক সাইদুর রহমান দিপু, আমুড়া ইউপি শাখার সভাপতি দেলওয়ার হোসেন, সদর ইউনিয়ন শাখার আহ্বাহক ছাদী আহমদ, অপু আহমদ,আব্দুল আহমদ, ছাত্রলীগ নেতা আবির হাছান, তানজিম হোসেন প্রমুখ।