বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রবীন রাজনীতিবীদ এম.এ হক আর নেই

সিলেট

ডেস্ক :করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রবীন রাজনীতিবীদ এম.এ হক । (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

বৃহষ্পতিবার সকালে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার রাতে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

এমএ হকের ভাতিজা রোটারী ক্লাব অব সিলেট সানসাইন সাধারণ সম্পাদক শহিদুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শরীরে করোনাভাইরাস আছে কি না তা জানতে স্যাম্পুলও সংগ্রহ করে ইতিমধ্যে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *