বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ড. সৈয়দ সায়েম

অনলাইন ডেস্ক

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ২০২২-২৩ সনের নির্বাহী কমিটিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহাম্মদ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ২১ সদস্য বিশিষ্ট ফেডারেশনের কমিটি প্রকাশিত হয় এবং নির্বাচিত নতুন নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।

ফেডারেশনের নতুন নেতৃত্বে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ আকতারুল ইসলাম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নিজামুল হক ভূইয়া।

উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মহামারীবিদ্যা ও জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহাম্মদ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আজীবন সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

এছাড়া তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুজিব আদর্শে বিশ্বাসী শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (গশিপ) সভাপতি হিসেবে কাজ করেছেন

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *