বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতি দবিরুল ইসলামের মৃত্যুবাষির্কীতে শ্রদ্ধাঞ্জলি

দেশ

সময় সিলেট ডেস্ক — বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতি ও ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের ৬০তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

১৩ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতি, ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের ৬০তম মৃত্যুবাষির্কী।

বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসে এক  কিংবদন্তি ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট দবিরুল ইসলাম। বাংলাদেশের স্বাধীনতার সূচনা পর্বে যে কয়জন সাহসী ব‍্যাক্তিত্ব তৎকালীন পাকিস্তান সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন, দবিরুল ইসলাম ছিলেন সেই সাহসী সারথিদের অন্যতম।

‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ন্যায্য আন্দোলন, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন, যুক্তফ্রন্ট সরকার গঠন—এসবের পেছনে অসামান্য অবদান রেখেছেন এই মেধাবী ও তেজোদীপ্ত ছাত্রনেতা দবিরুল ইসলাম।দবিরুল ইসলাম বৃহত্তর দিনাজপুরের তৎকালীন ঠাকুরগাঁও মহকুমার বামুনিয়া গ্রামে ১৯২২ সালের ১৩ মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থায়ই তিনি লাহিড়ী এম ই হাই স্কুল থেকে বিভাগীয় বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় পার্লামেন্টারি সেক্রেটারি (শিল্প, বাণিজ্য ও শ্রম) নিযুক্ত হন।
অবশেষে বাংলাদেশের মুক্তিসংগ্রাম আন্দোলনের এ অগ্রসৈনিক, মুহম্মদ দবিরুল ইসলাম ১৯৬১ সালের ১৩ জানুয়ারি মাত্র ৩৮ বছর বয়সে তাঁর নিজ গ্রাম বামুনিয়ায় মৃত্যুবরণ করেন।

৬০তম মৃত্যুবার্ষিকীতে নিজ  জন্মস্থান  ঠাকুরগাঁওয়ে   জেলা ছাত্রলীগের উদ্যোগে  এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং  পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্মরণ করা হয় বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতি ও ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামেকে  ।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *