প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থে দেশের অর্থনীতি এগিয়ে চলেছে-শোয়েব

অনলাইন ডেস্ক


    সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন  সমাজকে এগিয়ে নিতে যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে। গুণীজনকে সম্মাান দিলে সম্মাান পাওয়া যায়। প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থে দেশের অর্থনীতি এগিয়ে চলেছে। প্রবাসীরা বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা যে ভাবে সচল রেখেছেন ঠিক সেই ভাবে এলাকার মানুষের জীবন-মান উন্নয়নে  প্রবাসীরা অসামান্য অবদান রেখে যাচ্ছেন।  উপশহর ডেভেলপমেন্ট ট্রাস্ট সিলেট আয়োজিত গত ৬ ফ্রেবুুয়ারী বুধবার সন্ধায় নগরীর উপশহর কার্যালয়ে আয়োজিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমিনুল হক জিল্লু কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট সিটি কর্পোশেনের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা জাফরান জামিল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপশহর কল্যাণ পরিষদের  সাধারণ সম্পাদক বদরুল আমিন হারুন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২২ নং ওয়ার্ডের আহবায়ক সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, উপশহর এবি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশেদ আহমদ, উপশহর ডি ব্লক আদর্শ মহিলা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ নুর উদ্দিন। আরোও উপ্িস্থত ছিলেন, এসএম ফয়সল ছাদ, আতাউর রহমান, শেখ সিরাজ, সিরাজ খান, জয়নুল হক, সরওয়ার আহমদ চৌধুরী,বাহার উদ্দিন, কবির চৌধুর রাসেল, মোতাহের আহমদ জাহির, কামাল উদ্দিন, আজিজুর রহমান, জুনেদ আহমদ, এইচ আর সুমন, ফয়সল আহমদ প্রমুখ।  শুরুতে পবিত্র কোরআন  থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ রহুল আমিন এবং সভা শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও ফুলেল তোড়া প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দসহ অতিথিবৃন্দ।  বিজ্ঞপ্তি

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *