তিনি মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের বাস্তবায়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শিক্ষাগ্রহণের মূল উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করে মনুষ্যত্ব লাভ করা। সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ব্যক্তি জীবনে যাবতীয় সৎ গুণাবলির চর্চা করা। পরিবার, সমাজ, দেশ সর্বোপরি সারাবিশ্বের কল্যাণের জন্য কাজ করা।
তিনি বলেন, সুপ্ত প্রতিভা বিকাশে পরিচর্যা ও প্রশিক্ষণের পাশাপাশি অনুপ্রেরণা হিসেবে বৃত্তি কার্যকর ভূমিকা রাখে। আজকে যারা মুসলিম এইড ইউকে’র বৃত্তিপ্রাপ্ত হয়েছেন সেইসব শিক্ষার্থীকে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হতে হবে।
সিলেট নগরীর সেন্ট্রাল উইমেন্স কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ কবি আবুল কালাম আজাদ।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের এডুকেশন কো-অর্ডিনেটর মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিকৃবির শরীরচর্চা বিভাগের পরিচালক ছানোয়ার হোসেন মিঞা, অতিরিক্ত রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান।
ইকো ইউএসএ’র অর্থায়নে সিলেটের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ৬২ জন মেধাবী শিক্ষার্থীকে প্রায় ৫ লক্ষাধিক টাকার চেক বৃত্তি হিসেবে প্রদান করা হয়।