প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলে অনুদান হস্তান্তর করলেন মনজুর শাফি চৌঃ এলিম।
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলে অনুদান হস্তান্তর করেন মনজুর শাফি চৌঃ এলিম।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে বারাকা গ্রুপের পরিচালক,বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক,নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে’র ট্রাষ্টি বোর্ডের সম্মানিত সদস্য, রাজনীতিবিদ মঞ্জুর শাফি চৌধুরী এলিম এই বিশেষ অনুদান হস্তান্তর করেন। এসময় তিনি এই মহামারীর করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় যেকোন ধরনের সহযোগিতায় তার নিজ উপজেলা গোলাপগঞ্জ বাসীর পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।
এসময় তিনি প্রধানমন্ত্রীকে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি এড,ইকবাল আহমদ চৌধুরীর পক্ষ থেকে সালাম প্রদান করেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রী এধরনের সহযোগীতার জন্য তাকে ধন্যবাদ জানান।